গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কায্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি, কেন্দ্রীয় সর্বজনীন কালীবাড়ীর সভাপতি রমেন্দ্রনাথ বিশ্বাস সহ পুজা উদযাপন কমিটি ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এ বছর জেলায় ১ হাজার ২৮৫ মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।এ পুজা যাতে নির্বিঘ্নে হতে পারে সেজন্য সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। ঝূঁকিপূর্ণ ১ হাজার ৭৭টি মন্দিরে সিটি টিভি স্থাপন করা হয়েছে।এছাড়া পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।
