স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বিকেলে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোসাম্মৎ নাজমুন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ ইলিয়াছুর রহমান ও সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ ওসমান গনি, ডিডিএলজি ইকবাল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন, অভিভাবকগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা স্কুলের শিক্ষার্থীদেরকে ভালভাবে লেখা-পড়া করার পাশাপাশি ভাল মানুষ হিসাবে গড়ে ওঠার পরামর্শ দেন।দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে ওঠার আহবান জানান।