গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে সরাসরি বিরোধীতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে ও বিরোধীতাকারীদের বিচারের দাবীতে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধ শিক্ষার্থীর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
আজ বুধবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা।এসময় সেখানে অবস্থান নিয়ে জুলাই আন্দোলনে সরাসরি বিরোধীতাকারী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে ও বিচারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেন তারা। অবস্থান কর্মসূচী চলাকালে সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিদ্যুত, সিএসসি বিভাগের শিক্ষার্থী দূর্জয় শুভ ও ফিনান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের সময় বিরোধীতাকারী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শিক্ষক জাকিয়া সুলতানা মুক্তা সহ কয়েকজন শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। যা জুলাই-এর সাথে সাংঘর্ষিক।জুলাই বিরোধী এসব শিক্ষকদের পদোন্নতি বাতিল সহ বিরোধীতাকারীদের বিচারের আওতায় আনতে হবে।দাবী মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অচল করে দেয়ার হুমকি দেন তারা।