20.8 C
Gopālganj
শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫

জালিম ও ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদ লুটে বিদেশে পালিয়ে গেছে-সেলিমুজ্জামান সেলিম

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছন,বিগত ১৬ বছরের শাসনকালে একটি জালিম ও ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদ লুটে বিদেশে পালিয়ে গেছে। এই ১৬ বছরে দেশ থেকে প্রায় ৩০ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, যা পুরো দেশের ৪টি বাজেটের সমান।

আজ শনিবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত কর্মি সমাবেশে তিনি এসব কথা বলেন।এরআগে তিনি দক্ষিন কাশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক পথসভায়ও বক্তব্য রাখেন।

Gopalganj BNP Samabesh Photo 02(13.09.2025)

এর আগে একটি পথসভায় তিনি আরও বলেন, মানুষ তাদের অধিকার আদায়ের জন্য বহু সংগ্রাম করেছে, কিন্তু সেই অধিকার আজও পূর্ণতা পায়নি।বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নেতৃত্বে যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চলছে, তাতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যে ধরনের কাজ করেছে, সেই কাজ থেকে আপনারা বিরত থাকুন।স্বাধীনভাবে সকলের মতামত প্রকাশের সুযোগ দিন। কোন পরিবারিক বা জায়গা-জমি নিয়ে নিরীহ মানুষকে হয়রানি করবেন না।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা, এবং তা অর্জন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন

Gopalganj BNP Samabesh Photo 04(13.09.2025)

সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কিছু অপশক্তি, নির্বাচনে জনগণের ভোট প্রদানকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা সকল চক্রান্ত প্রতিহত করে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার শপথ গ্রহণ করবো।

কর্মি সমাবেশে সভাপতিত্ব করেন কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিনা। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুস সালাম খান,সাজ্জাদ ক‌রিম মন্টু, মোঃ আহাদ আলী সিকদার, মোঃ সে‌লিম মোল্লা, আক্তার মিনা, মোঃ শামীম মিয়া, অ‌শোক কুমার মৃধা, স‌ন্তোষ কুমার বিশ্বাস প্রমূখ।

Gopalganj BNP Samabesh Photo 03(13.09.2025)

এসব কর্মসূচীতে অসংখ্য নেতা-কর্মি যোগ দেন।তা’ছাড়া মাফিকুল ইসলাম ফকির সাহাবুদ্দিন মিয়ার আয়োজনে অনুষ্ঠিত পথসভায় অসংখ্য কর্মি সমর্থকেরা ঢাক-ঢোল পিটিয়ে ও মিছিল দিয়ে প্রধান অতিথি সেলিমুজ্জামান সেলিমকে স্বাগত জানান এবং তারা আগামীতে তাকে এই এলাকার সংসদ সদস্য হিসাবে দেখতে চান বলে এলাকাবাসী জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »