21.9 C
Gopālganj
শনিবার, নভেম্বর ১, ২০২৫

নড়াইলে ইজিবাইক চালক রোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্মম হত্যাকাণ্ড

নড়াইল জেলার এক নির্মম হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নিহত ইজিবাইক চালক আবু রোহান মোল্যাকে হত্যা করে তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ২০২০ সালের ২৪ নভেম্বর সংঘটিত হয়। ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ের আদেশ আদালতের মন্তব্য

২০২৫ সালের ১৯ মে, সোমবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পরিচয়

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:

  • মো: শাহিন শেখ (২৪) – কোমখালী গ্রামের মো: মুনজুর শেখের ছেলে
  • মো: রমজান খাঁ (২৯) – একই গ্রামের মো: আজিবার খাঁর ছেলে

এই দুই ব্যক্তি ইজিবাইক ছিনতাইয়ের জন্য পরিকল্পিতভাবে রোহান মোল্যাকে হত্যা করে বলে তদন্তে উঠে এসেছে।

ঘটনার পেছনের ভয়ানক কাহিনি

মামলার এজাহার থেকে জানা যায়, নিহত রোহান মোল্যা ছিলেন ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের মো: চান মিয়া মোল্যার পুত্র। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেলে তিনি বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইজন যাত্রীকে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়া এলাকায় নিয়ে যান। কিন্তু রাত হয়ে গেলেও রোহান আর বাড়ি ফেরেননি।

পরদিন সকালে রোহানের পিতা চান মিয়া মোল্যা নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির কয়েক ঘণ্টা পরেই সকাল ১০টার দিকে পুলিশ মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় রাস্তার পাশে একটি জমিতে রোহানের মরদেহ উদ্ধার করে।

পুলিশি তদন্ত চার্জশিট

হত্যাকাণ্ডের পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় মোট ১৪ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক শাহিন শেখ ও রমজান খাঁ’র বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে মামলার অপর আসামি মো: মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে আদালত বেকসুর খালাস দেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »