26.1 C
Gopālganj
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

Former UP chairman A-League leader shot dead in Narail

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে (৪৮) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এদিকে, মোস্তফা কামালকে হত্যার পর তাদের সমর্থকরা অপরপক্ষের ফয়সাল শেখ (২৪) এবং পলাশ মোল্যাকে (৪০) গুলি করেছে বলে অভিযোগ রয়েছে। চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়েছে।


পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় সমির সিকদারের বাড়ি কাছে পৌঁছালে প্রতিপক্ষরা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে। প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে আহত মোস্তফা কামালকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। তার বুক ও পিঠে গুলিবিদ্ধ হয়েছে।


এ ব্যাপারে পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »