27.7 C
Gopālganj
রবিবার, নভেম্বর ৯, ২০২৫

নির্বাচনকে ঘিরে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে- এস.এম জিলানী

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ-০৩(টুঙ্গিপাড়া-কোটালীপাড়া)আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী বলেছেন,অন্তর্বর্তী সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করছে। কিন্তু, এ নির্বাচন ঘিরেও অতীতের মতো একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মার্কেটের সামনে আয়োজিত গনসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এস.এম জিলানী বলেন, গত ১৭ বছর মানুষের ভোটের অধিকার ছিল না। সাধারণ মানুষ, ভোটার সহ অন্য দলীয় নেতাদের কোনো মূল্যায়ন ছিল না। এখন সেই অধিকার আবার ফিরেছে। এবার আমাদের সেই মূল্যায়ন ধরে রাখতে হবে। রাষ্ট্রের মালিক জনগণ। ভয়-ভীতি উপেক্ষা করে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে।জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে।

তিনি বলেন, আমি আপনাদের সন্তান, এই টুঙ্গিপাড়ার জি.টি স্কুলে পড়াশোনা করেছি। আওয়ামী লীগ না থাকলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়াবাসী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন, এটা ভূল ধারনা। ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।আপনাদের (জনগন) সুখে দুঃখে, বিপদে-আপদে সব সময় পাশে পাবেন। আপনাদের ছেড়ে কোথাও যাবো না। একটি বার আমাকে সুযোগ দিন।

টুঙ্গিপাড়া উপজেলা, পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত গনসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ-০২ (সদর-কাশিয়ানী আংশিক) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ কে.এম বাবর, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির সভাপতি লেলিন শিকদার, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »