29.2 C
Gopālganj
রবিবার, নভেম্বর ২, ২০২৫

যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন

Celebrating the historic ‘Mujibnagar Day’ in the United States

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন করেছে। রবিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে চ্যান্সেরির বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম।

এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং ‘মুজিবনগর দিবস’ উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের আলোচনা পর্বে কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এছাড়াও তিনি জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং নারী মুক্তিযোদ্ধাসহ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ এর তাৎপর্যের ওপর সংক্ষিপ্ত আলোচনায় তিনি মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সকল সদস্য ও জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের রূহের মাগফিরাত, দেশ ও জনসাধারণের শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »