স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মাসুমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুর বাসষ্ট্যান্ড এলাকায় প্রায় ঘন্টাব্যাপী সড়কে টায়ার জ্বালিয়ে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মিরা এ কর্মসূচি পালন করে।
এ সময় সড়কের উভয় পাশে বেশ কিছু সংখ্যক ঈদে ঘরমুখো মানুষের যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তীতে পড়ে ঈদে ঘর মুখো মানুষ।অবরোধ চলাকালিন সময়ে বিক্ষোভ সমাবেশে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, শেখ তোফায়েল আহম্মেদ, রামদিয়া এসকে কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসান প্রমূখ নেতা-কর্মিরা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন। পরে পুলিশ এসে নেতা-কর্মিদের সাথে আলোচনা করে সড়ক থেকে অবরোধ তুলে দেয়।
এসময়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমের উপর যে নেক্কারজনক হামলা হয়েছে তার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে আজকে এই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ। প্রশাসন জড়িতদের ২৪ ঘন্টার মধ্য গ্রেফতারের কথা বলে আমাদের আশ্বস্ত করেছেন, যদি তা না হয় তাহলে আমরা পরবর্তীতে কঠিন থেকে কঠিন প্রতিবাদ গড়ে তুলব।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মাসুম গোপালগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নতুন বিসিক এলাকায় সন্ত্রাসীরা তার গতিরোধ করে। পরে তাকে বাস থেকে নামিয়ে মারপিট করে।
এ ব্যাপারে আহত ছাত্রলীগ নেতা মাসুম শেখ বাদী হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানায় ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭জনকে আসামী করে মামরা দায়ের করেছেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, বছর খানেক আগে একটি ঠিকাদারী কাজ নিয়ে এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।তারই জেল ধরে মাসুম শেখকে মারধর করা হয়। মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।