- Advertisement -
স্টাফ রিপোর্টার ।।
আগামীকাল শনিবার গোপালগঞ্জ শেখ ফজুলর হক মনি স্টেডিয়ামে টিভিএস প্রিমিয়ার ফুটবল লীগের প্রথম পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে।
বিকেল ৩ টায় উদ্বোধনী খেলায় স্বাগতিক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র উত্তরা বারিধারা ক্লাবের মুখোমুখি হবে।
শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। স্টেডিয়ামের গ্যালারী ও অবকাঠামোর সাজসজ্বা ও রং করণের কাজ শেষ করা হয়েছে।দুই দলের খেলোয়াররাই গোপালগঞ্জে এসে পৌঁছেছে। উভয় দলই আজ শুক্রবার মাঠে অনুশীলন করেছে।