কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণ দায়িত্বভার গ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার উপজেলার কলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাইকেল ওঝার কাছ থেকে সৌহার্দ্যপূর্ণ ভাবে পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস।
একই ভাবে পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মানিক, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী ও কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু নিজ নিজ পরিষদে বসে দায়িত্বভার গ্রহণ করেছেন।
দায়িত্বভার গ্রহণ এসব অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলাবাড়ি ইউনিয়ন পরিষদের বিদায়ী চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, আমি কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে একটানা ১০ বছর দায়িত্ব পালন করেছি। আমি আমার এই অভিজ্ঞতা দিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাসকে সহযোগিতা করবো।
কলাবাড়ি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস বলেন, আমি এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবো।
কোটালীপাড়ার বিভিন্ন ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ

- Advertisement -
- Advertisement -