স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে মূল্য তালিকা টেস্পারিং করে বেশি দামে বিক্রির আপরাধে দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অবিদপ্তর। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অবিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
সহকারী পরিচালক জানান, অন্যান্য দিনের মত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদর বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাজারের মেসার্স মোল্লা ইলেকট্রিক এন্ড স্যানিটারি প্রতিষ্ঠানে বি.আ.রবি ও বিজলী ক্যাবলের ইলেকট্রিক তারের মোড়কে মূল্য টেমপারিং করে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রি করা হচ্ছিল। অসাধু উদ্দেশ্যে ও প্রতারনা করে বেশি দামে বিক্রি করার দায়ে ওই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওই বাজারে মেসার্স সাহা কসমেটিক্স নামের একটি প্রতিষ্ঠানকে একই অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানকালে কাশিয়ানী থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।