দেশীয় প্রজাতির মৎস্য সম্পদের সংরক্ষন, উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্তিত করার প্রত্যয়ে “অভায়শ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”-এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
আগামী ২৪ আগষ্ট পর্যন্ত দেশের অন্যান্য স্থানের মতো নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জেলায় জাতীয় এ মৎস্য সপ্তাহের নানা কর্মসূচী চলবে।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হচ্ছে।
এ উপলক্ষে আজ সোমবার সকালে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সারোয়ার, জেলা মৎস্য কর্মকর্তা বীজন কুমার নন্দী, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সদর খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে সেখান থেকে একটি সড়ক র্যালী বের করা হয়। ব্যানার, ফেস্টুন সহ র্যালীটি মৎস্য দপ্তরে গিয়ে শেষ হয়। পরে গোপালগঞ্জ মৎস্য ও প্রশিক্ষন কেন্দ্রের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সেখানে জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
এসব অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, মৎস্য চাষী ও মৎস্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।