স্টাফ রিপোর্টার।।
মুখে আবির, হাতে রাখি পরিয়ে, চকলেট আর গোলাপ ফুল দিয়ে বরন করে নেয়া হলো শিশু শ্রেনীতে ভর্তি হওয়া ১৮৬ শিক্ষার্র্থীকে।
আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ এস.এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্ণিল আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
ছোট ছোট শিশুদের বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া খানম ও সভাপতি রফিকুল ইসলাম মিটু।
শিশু শ্রেনীর ছাত্র মুসনাত জামি জানায়, আমি খুব খুশি হয়েছি।চকলেট আর গোলাপ ফুল পেয়ে খুব খুব খুশি হয়েছি।
প্রধান শিক্ষক সুরাইযা খানম বলেন, শিশুরা ছোট অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে আসে।এখানে তাদের যে গুরুত্ব আছে, সম্মন আছে।আমরা তাদের ফুল দিয়ে চকলেট দিয়ে আবির দিয়ে এভাবে বরন করেছি।আবির দেয়ার অর্থ হচ্ছে তার জীবনটাকে সুন্দর ভাবে সে যাতে রাঙ্গাতে পারে।