স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং পরিকল্পণা মন্ত্রণালয়ের তিন সচিব।
আজ শুক্রবার দুপুর ১২টায় আলাদা ভাবে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: কামাল হোসেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারন অর্থনীতি বিভাগের সচিব ড. মো: কাউসার আহম্মদ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।