স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিবি’র নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।
আজ শনিবার (৫ মার্চ) সকাল ১০টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিজিবি প্রধান সাকিল আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এই বাহিনীকে সৃষ্টি করেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাহিনীকে ত্রিমাতিৃক এবং নব জীবন দান করেছেন।তিনি বলেন,এখন আমরা জলে, স্থলে এবং আকাশ পথে আমরা আমাদের অপরেশনের কার্যক্রম পরিচালনার সক্ষমতা অর্জন করেছি।মাননীয় প্রধানমন্ত্রী এই বাহিনীকে যুগোপযোগি করেছেন আধুনিকায়নের মাধ্যমে।
তিনি আরো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে এই বাহিনীর ২ জন বীর শ্রেষ্ঠসহ ৮১৭ জন সদস্য শহিদ হয়েছেন। জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাসহ দেশ ও জাতির কল্যানে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় বিজিবি উর্দ্ধতন কর্মকর্তাগণ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
