স্টাফ রিপোর্টার।।
কাশিয়ানী উপজেলা চত্তরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জন সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, বিএনপি জামায়াতের কোন প্রকার ষড়যন্ত্রই কাজে আসবে না। তারা বিভিন্ন দেশে ধরনা দিয়েও কোন প্রকার লাভ করতে পারেনি। আগামী জাতীয় নির্বাচনে দেশবাসী তাদের ষড়যন্ত্রের দাতঁ ভাঙ্গা জবাব দিয়ে ভোটের মাধ্যেমে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।
দেশের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আমাদের মুজিব আদর্শকে বুকের ভিতরে লালন করতে হবে। দলকে আরো শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, প্রভাষক মোঃ মফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য, এম.এ খায়ের মিয়া, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পিকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ অনোয়ার হোসেন আনু প্রমূখ।