30.8 C
Gopālganj
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

ব‌শেমুর‌বিপ্রবি-‌তে অধ্যায়নরত বি‌দেশী শিক্ষার্থী‌দের মানববন্ধন; বিচার দাবী

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।  

গোপালগঞ্জ ব‌শেমুর‌বিপ্রবি-‌তে ধর্ষকদের অতিদ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে এবং আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আন্দোল‌নের ৫ম দিনে বি‌দেশী শিক্ষার্থীর মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রে‌ছেন।

আজ সোমবার দুপুর সা‌ড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পা‌সের জয়বাংলা চত্ব‌রে শতা‌ধিক বি‌দেশী শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচী‌তে অংশ নেন। কর্মসূ‌চি‌তে অংশ নেয়া নেপালী ও সোমা‌লিয়ার শিক্ষার্থীরা।তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্র্থী ধর্ষ‌ণের বিচার ও শিক্ষক শিক্ষার্থী‌দের হামলার বিচারের দাবী সম্বলিত বিভিন্ন লেখা প্লাকার্ড প্রদর্শন ক‌রেন।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা ব‌লেন, এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শা‌স্তি দাবী করেন। যা‌তে শুধু বাংলা‌দেশই নয়, সারা বি‌শ্বে যেন আর কোন নারী নির্যাত‌নের শিকার না হয়। তারা ধর্ষন মুক্ত পৃথিবী, দেশ ও ক্যাম্পাসের দাবীওজানান।

এছাড়া বি‌কেলে মুখে কালো কাপড় ও হাত বেধে প্রতিবাদ জানা‌নো হ‌য় এবং সন্ধ্যা ৭ টায়  ধর্ষক‌দের কুশপুত্তলিকা দাহ করা হ‌বে ব‌লে সকালে সংবাদ স‌ম্মেল‌নে জানা‌নো হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীর উপ‌স্থিত ছি‌লেন।

এ‌দি‌কে, আজ সোমবার সকাল  থে‌কে আ‌ন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাস‌নিক ভব‌নের সাম‌নে অবস্থান গ্রহন ক‌রে শ্লোগা‌নে শ্লোগা‌নে প্রক‌ম্পিত ক‌রে রাখে পু‌রো ক্যাম্পাস।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »