স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ বৃহস্পতিবার অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে কোটালিপাড়া উপজেলার ঘাঘর বাজারে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী পরিচালক শামীম হাসান জানান, প্রায় ৩০টি পাঁচ লিটারের খালি বোতল যা বোতল কেটে খালি করে খোলা অবস্থায় অসাধু উদ্দেশ্যে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া খুচরা মুদি দোকানে মোড়কে মূল্য মুছে বিক্রি করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।