22.5 C
Gopālganj
শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

গোপালগঞ্জে ব্রিধান-১০৩ জাতের মাঠ দিবস

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত (ব্রি) উদ্ভাবিত স্বল্পজীবকাল সম্পন্ন  ব্রি ধান-১০৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) ব্রি, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় চত্বরে এলএসটিডি প্রকল্পের অধীনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রি, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও চিফ সাইন্টিফিক অফিসার ড. আমিনা খাতুন।

ব্রি, গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মোহাম্মদ শহীদুল্রাহ-এর সভাপতিত্বে ও বৈজ্ঞানিক সহকারী আব্দুল্লাহ আল মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজ কুমার রায় সহ কৃষক এবং কৃষাণীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশে আমন সৌসুমে প্রচলিত উচ্চফলশীল জাত গুলোর মধ্যে ব্রিধান-১০৩ সব চেয়ে বেশি ফলন দিয়েছে। এ জাতের ধান বিঘা প্রতি ২২ মন ফলেছে। অন্যজাত ফলন দিয়েছে ১৮ থেকে ২০ মন। সেখানে ব্রিধান-১০৩ জাত  ২ থেকে ৪ মন বেশি ফলেছে। স্বল্প জীবনকাল সম্পন্ন এ জাতের ধানে রোগ-বালাই নেই বললেই চলে। এ ধান আবাদ করে কৃষক অধিক ফলন পেয়ে লাভবান হয়েছেন।এতে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। পাশাপশি এ জাতের ধান মাঠ থেকে সংগ্রহ করে কৃষক একই জমিতে বছরে ৩ থেকে ৪টি ফসল করতে পারছেন। এতে জেলায় ফসলের নিবিড়তা বৃদ্ধি পাচ্ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »