32.2 C
Gopālganj
বুধবার, জুলাই ৩০, ২০২৫

নড়াইল জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নির্বাচিত সংবাদ

- Advertisement -

বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগের পাল্টা প্রতিবাদ

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগে করা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে নড়াগাতি থানা বিএনপি। ১৯ মে, সোমবার দুপুরে বড়দিয়া বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

লিখিত বক্তব্যে ষড়যন্ত্রের ইঙ্গিত

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াগাতি থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: বুলবুল কবীর। তিনি বলেন, প্রবাসী বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলার ঘটনার সঙ্গে বিশ্বাস জাহাঙ্গীর আলম জড়িত নয়। এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল পরিকল্পিতভাবে আওয়ামী লীগের লোকজনকে ব্যবহার করে হামলা চালিয়েছে।

ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিলেন না: বিএনপির দাবি

বুলবুল কবীর আরো জানান, জেলা বিএনপির সভাপতির নির্দেশে হামলা চালানো হয়েছে—এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি স্পষ্ট করে বলেন, নড়াগাতি থানা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, এমনকি তারা ঘটনার বিষয়েও কিছু জানতেন না।

আহতের সাক্ষাৎকার নিয়েও প্রশ্ন

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, হামলায় আহত মুন্সি আসাবুর রহমান আরাফাত প্রাথমিকভাবে কাউকে চিনতে পারেননি বলে সাক্ষাৎকার দেন। কিন্তু পরে কে বা কারা তাকে প্ররোচিত করে জেলা বিএনপির সভাপতি এবং অন্যান্য নেতাদের নামে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করেছে। এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেন বিএনপি নেতারা।

অভিযুক্ত নেতাদের অনুপস্থিতির প্রমাণ তুলে ধরা

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং বিশ্বাস আসজাদুর রহমান মিঠু ঢাকায় শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন। এছাড়া নড়াগাতি থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান ঘটনার সময় খুলনায় ছিলেন এবং বুলবুল কবীর নিজে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা দাবি

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলার ঘটনায় প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কর্মীরাই জড়িত ছিলেন। তারা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে বিএনপিকে অপমান করার অপচেষ্টা চালিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলার সময়কার ভিডিও ফুটেজও তাদের কাছে রয়েছে, যা ঘটনার সত্যতা প্রমাণ করতে পারে।

সুনির্দিষ্টভাবে প্রত্যাখ্যান সকল অভিযোগ

ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে যেসব নেতার নামে সাক্ষাৎকারে উল্লেখ করা হয়েছে—যেমন হোসেন জুনু, সোহেল খান, তরিকুল মোল্যা—তাদের কেউই সেদিন সেখানে ছিলেন না বলে দাবি করা হয়। এই অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলেও তীব্র প্রতিবাদ জানানো হয়।

ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি বিএনপির

নড়াগাতি থানা বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, এই ঘটনাটি যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয় এবং প্রশাসন যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে। একইসঙ্গে মিথ্যা ও বানোয়াট অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ ও নিন্দা

সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা একমত হয়ে বলেন, এই অপপ্রচার শুধুমাত্র দলের ভিতরে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টি করার জন্য। তারা এই ঘটনায় জেলা বিএনপি সভাপতি, নড়াগাতি থানা বিএনপির সভাপতি-সম্পাদকসহ সকল নেতাকর্মীর পক্ষে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »