- Advertisement -
স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় “পরিবেশবন্ধব মৎস চাষ সম্প্রসারণ” উপ-প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ও টিএমএসএস এর বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান। এসময় উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা মৎস কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগীসহ টিএমএসএস কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ কর্মশালায় সুবিধাভোগী মৎসচাষীরা অংশগ্রহন করেন।