স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচরে রাস্তার পাশে সরকারী জমিতে গড়ে ওঠা দোকান ঘর রাস্তা প্রশস্থকরনে ভেঙ্গে ফেলায় বিপাকে পড়েছে দোকানীরা। দীর্ঘ ২০/২৫ বছর ধরে এসব দোকানী ব্যবসা করে তাদের সংসার চালিয়ে আসছিল।
কিন্তু, গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক প্রশস্থকরনে রাস্তার পাশের এসব দোকানঘর উচ্ছেদ করা হয় সম্প্রতি।দোকানীরা এতে অসহায় হয়ে পড়েছেন।পরিবার পরিজন নিয়ে তারা এখন কি করবে তা নিয়েই যত চিন্তা।
এসব পরিবার গুলো তাদেরকে পুনর্বাসনের পাশাপাশি তাদের সহায়তায় এগিয়ে আসার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। আর তাই তারা আজ রোববার মানববন্ধন করে।
এ সময় বাজার কমিটির সাধারণ সম্পাদক বিনয় মল্লিক. দোকান মালিক বিধান মল্লিক ও ননি গোলদার প্রমুখ বক্তব্য রাখেন।
