26.5 C
Gopālganj
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

যশোরে ‘ব্লাডলিংক’ উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ফেস্টিভ্যাল

‘ব্লাডলিংক একটি অলাভজনক সংস্থা, যা থ্রি-জেড গ্লোবাল সেন্টারের একটি সহযোগী সংস্থা। আমরা কাজ করছি রক্তদাতা ও রক্তগ্রহীতার সংযোক ঘটাতে। ব্লাডলিংক একটি ঢাকা-ভিত্তিক ডোনেশন অ্যাপ।

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

যশোরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ফেস্টিভ্যাল কর্মসূচি পালন করেছে অ্যাপভিত্তিক স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন ‘ব্লাডলিংক’। আজ শুক্রবার পৌরপার্কে সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই কর্মসূচি চলে। কর্মসূচির মাধ্যমে শহরের প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়। ক্যাম্পেইনটি পরিচালনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা, তামজিদ রহমান, জেলা সমন্বয়ক সৌমিক আহমেদ, সাদিয়া কুঞ্জ, সদস্য সজিবুল রহমান রাতুল।


আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদান সহজ করতে বাংলাদেশে প্রথমবারের মতো পিয়ার-টু-পিয়ার অনলাইন ব্লাড পোর্টাল এবং অ্যাপ চালু করেছে ব্লাডলিংক। সংস্থাটি মূলত তাদের ফেসবুক, পোর্টাল এবং অ্যাপের সাহায্যে স্বেচ্ছায় রক্তদাতাদের সঙ্গে গ্রাহককে বা যারা রক্ত খুঁজছেন তাদের বিনামূল্যে সংযোগ ঘটানোর কাজটি করে থাকে। বর্তমানে ঢাকার ১১টি সেক্টরে ব্লাডলিংকের শতাধিক স্বেচ্ছাসেবক রয়েছেন, যারা বিনামূল্যে রক্ত দিয়ে যাচ্ছেন। স্বেচ্ছাসেবক দলটি মূলত ঢাকাকেন্দ্রিক হলেও ৬৪ জেলা থেকেই আপনি অ্যাপটি ব্যবহার করতে পারছেন।

তারা দেশব্যাপী বিভিন্ন জেলায় ফ্রি ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করছেন। সেবা নেওয়ার জন্যে প্রথমে অ্যাপ বা পোর্টালটিতে প্রবেশ করতে হবে। সেখান থেকে রক্তের জন্য আবেদন করতে ‘অ্যাপ্লাই ফর ব্লাড’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর একটি ইন্টার‌্যাক্টিভ মেসেঞ্জার চ্যাটবট পাবেন, যা ব্যবহার করে অল্প সময়ের মধ্যে যে কেউ রক্তের জন্য আবেদন করতে পারবেন। ব্লাডলিংক টিম গ্রাহকের দেওয়া তথ্য পোর্টালে আপলোড করবে এবং দাতারা গ্রাহকের সঙ্গে দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন।

ব্লাডলিংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তামজিদ রহমান বলেন, ‘ব্লাডলিংক একটি অলাভজনক সংস্থা, যা থ্রি-জেড গ্লোবাল সেন্টারের একটি সহযোগী সংস্থা। আমরা কাজ করছি রক্তদাতা ও রক্তগ্রহীতার সংযোক ঘটাতে। ব্লাডলিংক একটি ঢাকা-ভিত্তিক ডোনেশন অ্যাপ। সম্প্রতি, অ্যাপটি যশোরে তাদের কার্যক্রম শুরু করেছে। নতুন হলেও সাড়া পাচ্ছি।’

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »