স্টাফ রিপোর্টার।।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয়দিবস২০২২ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপিত হচ্ছে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্র দিনব্যাপী অনুষ্ঠান প্রচার করবে।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রের দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালাঃ
সকাল ৮টা ১০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ “বজ্রকণ্ঠ।”
সকাল ৮টা ২৫ মিনিটে মুক্তিযুদ্ধ ভিত্তিক গানের বিশেষ গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান- ‘রক্ত দিয়ে নাম লিখেছি।’
সকাল ৮.৫০ মিনিটে স্বাধীনতার মাস মার্চ উপলক্ষে মাসব্যাপী গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান “অগ্নিঝরা স্বাধীনতা”।
সকাল ৯ টা ৫ মিনিটে মাহমুদ আলী খন্দকারের সঞ্চালনায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহাবুব , গোপালগঞ্জ জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান এবং সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ওহিদ আলম লস্করের অংশ গ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠান- ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও সমৃদ্ধির বাংলাদেশ।’
৯টা ৪৫মিনিটে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান-‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’।
সকাল ১০টা ৫মিনিটে মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান-‘চেতনায় মুক্তিযুদ্ধ’ ।
দিনব্যাপী এ বিশেষ আয়োজন শোনা যাবে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ (এফ এম ৯২.০মেগাহার্জে)।