33 C
Gopālganj
রবিবার, আগস্ট ১০, ২০২৫

গোপালগঞ্জে ঘেরপাড়ে উচ্ছে চাষ করে রঘুনাথপুরের কৃষকেরা স্বাবলম্বী

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের সবজি গ্রাম হিসাবে পরিচিত সদর উপজেলার রঘুনাথপুরের কৃষকেরা ঘেরপাড়ে করলা(উচ্ছে)চাষে ব্যস্ত সময় পার করছেন।এক ফসলি জমিকে তারা তিন ফসলী জমি হিসাবে গড়ে তুলেছেন।ঘেরে মাছ চাষের পাশাপাশি বোরো মৌসুমে ধান চাষ করনে।আর বর্ষা মৌসুমে ঘেরপাড়ে করেন করলা(উচ্ছে)সহ নানা সবজির চাষ।আর করলা চাষ করে এই এলাকার কৃষকেরা ভাল দামে বিক্রি করে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছেন।

immage 1000 05

গোপালগঞ্জের রঘনাথপুর গ্রামের বিস্তৃর্ন গ্রামাঞ্চলের চারিদিকে মাছের ঘের আর তার পাড়ে চাষ করা হয়েছে নানা ধরনের সবজি। যার মধ্যে ভাল দাম পেয়ে করলা(উচ্ছে)চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অসংখ্য কৃষক। শুধু মাত্র সদর উপজেলার রঘনুাথপুরে সাত হেক্টর জমিতে এ বছর করলা চাষ করেছেন কৃষক। আবহাওয়া ভাল থাকায় এবং পোকা মাকড়ের আক্রমন না হওয়ায় করলার উৎপাদন ও হয়েছে রেকর্ড পরিমান। দামও পাচ্ছেন ভালো। প্রতি কেজি করলা বিক্রি করছেন ৫০ টাকা দরে। আর সিজনের প্রথমে আরো বেশী দরে বিক্রি করেছেন।

immage 1000 06

এ গ্রামের পুরুষ-মহিলা সবাই ব্যস্ত এখন ক্ষেতে-খামারে। মুলতঃ অন্য ফসলের দিকে ঝোক নাই এ গ্রামের কৃষকদের। শাক-সবজি ফলিয়েই গ্রামের হাজারো কৃষক তাদের জীবন-জীবিকা চালান।

ওই গ্রামের সজিব বিশ্বাস, হরেন বিশ্বাস জানান, সবজি গ্রাম হিসাবে পরিচিত এ গ্রামে উৎপাদিত করলা গোপালগঞ্জ জেলা সদরের চাহিদা মিটিয়েও আশ-পাশের এলাকার বাজার গুলোতেও চলে যাচ্ছে। করলার উৎপাদন ভাল হওয়ায় এ গ্রামের কৃষকেরা খুশি।

immage 1000 07

উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ হালদার জানান, গোপালগঞ্জ সদর উপজেরার শুধু রঘনাখপুরেই ৭ হেক্টর জমিতে করলা চাষাবাদ করা হয়েছে।গোপালগঞ্জ নিম্নজলাভূমি অঞ্চল হওয়ায় এখানে ঘেরপারে করলা সহ বিভিন্ন সবজি চাষ বেশ জনপ্রীয়।সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ঘেরপাড়ে বিপুল পরিমান করলা সহ শাক-সবজি উৎপাদন করছেন কৃষকেরা। এমনটি  জানালেন এই কৃষি কর্মকর্তা।

সরকারী সঠিক সহযোগিতা আর স্বল্প সুদে ‍ঋণ সুবিধার ব্যবস্থা করা হলে এ অঞ্চলের কৃষকেরা আরো অধিক পরিমান করলা উৎপাদন করতে পারবে বলে অভিজ্ঞমহল মনে করছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »