15.1 C
Gopālganj
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জে গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারণ নাগরিক, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবীবউল্লাহ, গোপালগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার জুভেন ওয়াহিদ, জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ কুমার বসু, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান।

সভায় আর্মি ক্যাম্প কমান্ডার জুভেন ওয়াহিদ বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। একটি সুন্দর, নিরপেক্ষ ও নিরাপদ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা আইন ভঙ্গের ঘটনা ঘটলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ জেলায় ৩৯৭টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে সদর উপজেলায় ১৫১টি। গত এক বছরে তিনটি উল্লেখযোগ্য ঘটনা ছাড়া জেলায় অপরাধের হার তুলনামূলকভাবে কম। অবরোধকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালেও বাস্তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, কিছু ওয়েব পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে। কেউ আতঙ্ক অনুভব করলে তার কারণ পুলিশকে জানালে তা গুরুত্বসহকারে দেখা হবে। নির্বাচনে গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ- জামান বলেন, নির্বাচন করা সকলের সাংবিধানিক অধিকার। তবে সেই অধিকার প্রয়োগের সময় যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় এবং কেউ যেন নিয়মের বাইরে কোনো কাজ না করে। জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »