বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনায় গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা ওলামা দলের পক্ষ থেকে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবর।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ কে এম বাবর বলেন, “দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন ছিলেন। তিনি গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক। তাঁর আদর্শে ঐক্যবদ্ধ হয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”
এ সময় গোপালগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, সদস্য সচিব হাফেজ মাওলানা সাইদুর রহমানসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
