গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন নিয়ে যারা নানা ধরনের কথা বলছে, নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছে তারা জানে ফেব্রুয়ারীতে নির্বাচন হলে তারা একটি সিটও পাবেনা। দীর্ঘ বছর পর এই অন্তর্বর্তী সরকারের আমলে নিরপেক্ষ শান্তিপূর্ন নির্বাচন হবে। মানুষ এই নির্বাচনে শান্তিতে ভোট দিতে পারবে। যথাসময়ে আগামী নির্বাচন হবে, আর তাই আমরা বিএনপির কেন্দ্রের সিদ্ধান্ত অনুয়ায়ী নির্বাচনী প্রচারনা চালাতে মাঠে নেমেছি।

তিনি শুক্রবার সকালে গোপালগঞ্জ-২ আসনের সাতপাড় বাজারে আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানাতে গনসংযোগকালে এসব কথা বলেন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা আরো বলেন, বর্তমানে দেশে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ আছে। ফেব্রুয়ারীতে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার মতো কোন কারন বা যৌক্তিকতা নেই। আগামী সম্মেলনে আমিই গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি হবো এবং আগামী নির্বাচনে দল আমাকেই গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন দেবে বলে তিনি জানান।

এদিন তিনি সদর উপজেলার চামটা, ভেন্নাবাড়ি, সাতপাড়, গান্ধিয়াশুর, সাহাপুর. ঘোষালকান্দি, বৌলতলী, করপাড়া, কংশুর, উলপুর ও কাশিয়ানী উপজেলার সিংগা, রাহুথড়, হাতিয়াড়ায় গন-সংযোগ করে ধানের শীষে ভোট চান এবং লিফলেট বিতরন করেন।