13.7 C
Gopālganj
বুধবার, জানুয়ারি ৭, ২০২৬

“ভোটের গাড়ি”-এখন গোপালগঞ্জে

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ  ও কোটালীপাড়ায় প্রচারণা কার্যক্রম  চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬- কে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সকালে কোটালীপাড়ায় পৌছায় ‘ভোটের গাড়ি।’ “দেশের চাবি আপনার হাতে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচন কমিশনের উদ্যোগে সারা দেশের ন্যায় গোপালগঞ্জে জেলাতেও চলছে এই প্রচারণা কার্যক্রম। চলবে আগামীকাল পর্যন্ত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে‘সুপার কারাভান’বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি গোপালগঞ্জের কোটালীপাড়া পৌঁছে সেখানে উপজেলা পরিষদ চত্বরে এবং পরে বেলা ৪ টায় গোপালগঞ্জে শহরের পৌরপার্কে  চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

দেশের চাবি আপনার হাতে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে এই কার্যক্রম পরিচালিত হয়। ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের অংশ বিশেষ প্রদর্শন করা হয়।

গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এ প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা অনুষ্ঠানে অংশ নেন।

ভোটের গাড়িতে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে, সাউন্ড সিস্টেম ও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে তুলে ধরা হয় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয়, গোপন ব্যালটের নিরাপত্তা, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত। পাশাপাশি নির্বাচন কমিশনের সরকারি নির্দেশনা অনুযায়ী ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

‘দেশের চাবি আপনার হাতে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী পরিচালিত এ কর্মসূচি গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »