34.5 C
Gopālganj
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

করোনা আক্রান্ত শিল্পা শিরোদকর! মাস্ক পরে সাবধানে থাকার আহ্বান জানালেন অভিনেত্রী

নির্বাচিত সংবাদ

- Advertisement -

করোনা আবার ফিরে এলো কি? ২০২০ সালের আতঙ্ক কি আবার ধেয়ে আসছে? সম্প্রতি অভিনেত্রী শিল্পা শিরোদকর নিজেই জানালেন যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগী ও সাধারণ মানুষের মধ্যে।


📢 নিজেই জানালেন ইনস্টাগ্রামে

সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শিল্পা লেখেন:

“বন্ধুরা, আমি করোনা আক্রান্ত। সকলে খুব সাবধানে থাকুন। দয়া করে আবার মাস্ক পরুন।”

যদিও কোনও উপসর্গের বিষয়ে তিনি কিছু জানাননি, তবে তাঁর সতর্কবার্তায় স্পষ্ট যে পরিস্থিতিকে তিনি হালকাভাবে নিচ্ছেন না।


❤️ অনুরাগীদের শুভকামনা

এই পোস্টের পরেই নেটপাড়ায় ভক্তদের প্রতিক্রিয়ার ঢল নামে:

  • “দ্রুত সুস্থ হয়ে উঠুন।”
  • “দয়া করে সাবধানে থাকুন। আমার শুভকামনা রইল।”
  • “আবার করোনা! এত দ্রুত ছড়াচ্ছে নাকি?”

অনেকে আবার পুরনো অতিমারির ভয়াবহ দিনগুলোর কথা মনে করে আতঙ্কিত হয়েছেন।


🎬 শিল্পা শিরোদকর কে?

  • ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী, অভিনয় শুরু ১৯৮৯ সালে।
  • সম্পর্কে তিনি মডেল ও অভিনেত্রী নম্রতা শিরোদকরের দিদি
  • শেষ অভিনয়: ২০১৩ সালে ‘এক মুঠি আসমান’ ছবিতে।
  • অংশ নিয়েছিলেন ‘বিগবস্ ১৮’-তে এবং চূড়ান্ত পর্ব পর্যন্ত টিকে ছিলেন।
  • ‘বিগবস্’-এর ঘরে থাকার সময়েই প্রায় ১৩-১৪ কেজি ওজন কমিয়েছিলেন।

সেই শোয়ের পর থেকেই সমাজমাধ্যমে বেশ সক্রিয় তিনি, এবং নিয়মিত অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন।


😷 মাস্কে ফিরুন, সাবধান থাকুন

শিল্পা শিরোদকরের এই পোস্ট কেবল একজন তারকার শারীরিক অবস্থা জানানোর চেয়েও বেশি কিছু। এটি আবার সতর্কতা ও সচেতনতার বার্তা দিচ্ছে।

আমরা সবাই যেন আবার মাস্ক পরা, হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা—এই অভ্যাসগুলোতে ফিরে আসি, তবেই নিজেকে ও অন্যদের রক্ষা করা সম্ভব।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »