32.1 C
Gopālganj
শনিবার, জুলাই ১২, ২০২৫

জানকী বোদিওয়ালাকে পরিচালকের ‘প্রস্রাব’ প্রস্তাব! অবাক করেছিল ‘শয়তান’ ছবির দৃশ্য

নির্বাচিত সংবাদ

- Advertisement -

শয়তান’ ছবির ভয়ানক দৃশ্য এবং মন কাঁপানো অভিনয়ের জন্য দর্শকের নজর কেড়েছেন নবাগত অভিনেত্রী জানকী বোদিওয়ালা। অজয় দেবগন, মাধবন ও জ্যোতিরকা অভিনীত এই ছবিতে জানকীর চরিত্র ‘জাহ্নবী’ ছিল এক বশীভূত তরুণী, যাকে নিয়ন্ত্রণ করে অশুভ শক্তি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানকী শেয়ার করেছেন একটি অস্বস্তিকর অভিজ্ঞতা, যা শুনে অনেকেই হতবাক হয়েছেন।


পোশাক পরা অবস্থায় প্রস্রাবের দৃশ্য! পরিচালকের অনুরোধ শুনে হতভম্ব জানকী

জানকী জানান, ছবির পরিচালক কৃষ্ণদেব যাজ্ঞিক এক ওয়ার্কশপ চলাকালীন তাঁর কাছে একটি চরম অনুরোধ নিয়ে আসেন।
পরিচালক চেয়েছিলেন, ছবির একটি দৃশ্যে তিনি যেন পোশাক পরা অবস্থায় প্রস্রাব করেন। কারণ, দৃশ্যটিতে দেখানো হবে মেয়েটি তান্ত্রিকের বশীভূত হয়ে এতটাই আত্মনিয়ন্ত্রণ হারিয়েছে যে তার শরীরও আর নিয়ন্ত্রণে নেই।

এমন এক প্রস্তাব শুনে জানকী প্রথমে বাকরুদ্ধ হয়ে যান। তাঁর কথায়,

“আমি তো শিউরে উঠেছিলাম! এতটা বাস্তবতা কি সত্যিই প্রয়োজন?”


ভয়াবহ চরিত্রের গভীরতা বুঝেই রাজি হন অভিনেত্রী

প্রথম ধাক্কা কাটিয়ে জানকী ভাবতে শুরু করেন চরিত্রের বাস্তবতা নিয়ে।
তান্ত্রিকের বশীকরণে মস্তিষ্ক শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা এক তরুণী যদি সত্যিই এই অবস্থায় পৌঁছে যায়, তাহলে সে নিজেকে আটকাতে পারবে না — এমন দৃষ্টিকোণ থেকে চিন্তা করেই দৃশ্যটিকে গ্রহণ করেন তিনি।

“আমি নিজেই তখন বুঝি, এই দৃশ্য চরিত্রটিকে আরও গভীরতা দিতে পারে,” — বলেন জানকী।


বাস্তব না, কৃত্রিমভাবে ধারণ করা হয়েছিল দৃশ্যটি

তবে শেষ পর্যন্ত জানকীকে সত্যি প্রস্রাব করতে হয়নি। শুটিং সেটে গন্ধ বা অস্বস্তি তৈরি হতে পারে, এমন আশঙ্কায় পরিচালক সিদ্ধান্ত পরিবর্তন করেন।

পরিবর্তে কৃত্রিম উপায়ে, ভিজে জামাকাপড়, শব্দ ও এক্সপ্রেশন দিয়ে দৃশ্যটি ধারণ করা হয়। জানকী জানান, এই বিকল্প উপায়েই দৃশ্যটি ছিল যথেষ্ট প্রভাবশালী ভয়াবহ


নেটপাড়ায় আলোচনা, সাহসী সিদ্ধান্ত জানকীর

সাক্ষাৎকারটি প্রকাশ্যে আসার পর, সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, “এই ধরনের দৃশ্য বাস্তবায়ন করার সাহস দেখানো এক নতুন অভিনেত্রীর পক্ষে প্রশংসনীয়।”
আবার অনেকে প্রশ্ন তুলেছেন, “এতটা শারীরিকতা কি আবশ্যক ছিল?”

তবে একটি বিষয়ে সবাই একমত — জানকীর সাহস, পেশাদারিত্ব চরিত্র বোঝার গভীরতা প্রশংসনীয়

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »