29.6 C
Gopālganj
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

গলা জড়িয়ে হৃতিক-সাবা, সুজান-আর্সলান

Hrithik-Saba, Suzanne-Arslan embraced

নির্বাচিত সংবাদ

মোহনা রিপোর্ট :
মোহনা রিপোর্ট :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted News.
- Advertisement -

পূজা বেদী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে হৃতিক-সাবা এবং সুজান-আর্সলানের সম্পর্কের গুঞ্জনে শিলমোহর দেন। তাঁর কথায়, ‘‘হৃতিক-সুজান একে অপরকে খুবই সম্মান করে। আমি ওদের দেখে আপ্লুত। তার থেকেও বড় কথা, দু’জনের জীবনেই দ্বিতীয় বার প্রেম এসেছে।’’

বন্ধুত্বের সংজ্ঞা তৈরি করলেন হৃতিক রোশন এবং সুজান খান। খাতায় কলমে তাঁরা প্রাক্তন দম্পতি বটে। দুই সন্তানের অভিভাবকও। কিন্তু ছাদ আলাদা। জীবনের রাস্তা আলাদা। বিচ্ছেদ হয়ে গিয়েছে ৮ বছর আগে।

কিন্তু তার পরেও একে অপরের থেকে দূরে সরেননি প্রাক্তন দম্পতি। হাত ধরেছেন বন্ধু হিসেবে। শুধু তা-ই নয়। একে অপরের নতুন প্রেম নিয়েও সমান উৎসাহী। দুই প্রাক্তন এবং তাঁদের দুই বর্তমান সদ্যই একসঙ্গে ছবি দিয়েছেন।

তার পরেই চর্চা শুরু হয়েছে বলিউডের ‘গ্রিক গড’ এবং সুজানকে নিয়ে।ছবিতে দেখা যাচ্ছে, হৃতিক এবং সুজান হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছেন তাঁদের নতুন সঙ্গীরা।

হৃতিকের পাশে তাঁর অঘোষিত প্রেমিকা অভিনেত্রী-গায়িকা সাবা আজাদ। সুজানের সঙ্গে তাঁর অঘোষিত প্রেমিক অভিনেতা আর্সলান গনি। প্রাক্তন দম্পতির এমন সমীকরণে হতভম্ব হয়ে গিয়েছেন অনেকে।

দু’দিন আগে মুম্বই বিমানবন্দরে সুজান এবং আর্সলানকে হাতে হাত ধরে বেরোতে দেখা গিয়েছিল। একই জায়গায় ঘণ্টাখানেক পরে হৃতিক এবং সাবা উপস্থিত হন। তাঁরাও হাতে হাত ধরে বিমানবন্দর থেকে বেরোচ্ছিলেন। নিন্দকদের প্রশ্ন, ‘‘কী কোনও প্রতিযোগিতা? যেন নিজেদের পরবর্তী জীবন ফলাও করে উদযাপন করছেন দুই বিবাহ বিচ্ছিন্ন তারকা!’’

দিন দু’য়েক পরে জানা গেল, তাঁরা চার জনেই গোয়া থেকে ফিরছিলেন। গোয়ার পানজিমে সুজান তাঁর নতুন কফিশপ খুলেছেন। তারই উদ্বোধনী অনুষ্ঠানে নিজের প্রাক্তন স্বামী এবং তাঁর বর্তমান প্রেমিকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সুজান। সেই পার্টির কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী পূজা বেদী।

পূজা-ই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে হৃতিক-সাবা এবং সুজান-আর্সলানের সম্পর্কের গুঞ্জনে শিলমোহর দেন। তাঁর কথায়, ‘‘হৃতিক-সুজান একে অপরকে খুবই সম্মান করে। আমি ওদের দেখে আপ্লুত। তার থেকেও বড় কথা, দু’জনের জীবনেই দ্বিতীয় বার প্রেম এসেছে।’’

সূত্র: আনন্দবাজার অনলাইন

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »