নিজস্ব সংবাদদাতা, কাশিয়ানী ও মুকসুদপুর (গোপালগঞ্জ)
গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজীবন সংগ্রাম এ দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলার বনগ্রামে মুকসুদপুর উপজেলা সার ডিলার এসোসিয়েশনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমি নেতা হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই।” তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিত করতে বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। তাঁর ত্যাগ, সাহস ও দৃঢ় নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস। সেই আদর্শকে ধারণ করেই বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সার ডিলার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জিন্নাহ শেখ, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক এবং উপজেলা সার ডিলার এসোসিয়েশনের সহ-সভাপতি ইমরুল কায়েস।
মুকসুদপুর উপজেলা সার ডিলার এসোসিয়েশনের সভাপতি হাবিবুল্লাহ লিটু মুন্সীর সভাপতিত্বে এবং সার ডিলার হাবিবুর রহমান মিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএডিসি সার ডিলার বাসার মোল্যা, সাব-ডিলার সুব্রত পান্ডে, আবু বক্কার শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
