26.4 C
Gopālganj
সোমবার, নভেম্বর ১০, ২০২৫

গোপালগঞ্জে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে শত শত টমেটো গাছ, দিশেহারা কৃষক

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর ও সিলনা গ্রামে অজ্ঞাত এক রোগে মারা যাচ্ছে শত শত টমেটো গাছ। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। ইতোমধ্যে প্রায় ৬০ ভাগ টমেটো গাছ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন তারা। এতে চাষিরা পড়েছেন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গোপালগঞ্জ সদর উপজেলার ১২২টি ঘেরপাড়ে প্রায় ১২০ হেক্টর জমিতে আগাম জাতের টমেটো চাষ করেছিলেন কৃষকরা। প্রতি বছরই এখানকার টমেটো গোপালগঞ্জের চাহিদা মিটিয়ে ঢাকা, খুলনা, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এ বছর গাছে ফুল ও ফল ভালো আসায় কৃষকরা ভালো লাভের আশায় ছিলেন। কিন্তু গত দুই সপ্তাহ ধরে হঠাৎ করেই টমেটো গাছগুলো শুকিয়ে মারা যাচ্ছে।

immage 1000 02

রঘুনাথপুর গ্রামের কৃষক রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, “গাছে যখন ফুল আসছিল, তখন খুব খুশি ছিলাম। কিন্তু এখন দেখি একের পর এক গাছ মরে যাচ্ছে। ওষুধ দিচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না। এই অবস্থায় ধার–দেনা শোধ করব কীভাবে, বুঝতে পারছি না।”

আরেক কৃষক সজিব বিশ্বাস জানান, “আমরা অনেক টাকা ধার করে চাষ করেছি। এখন গাছ মরে যাওয়ায় সব শেষ। সরকার যদি সাহায্য না করে, তাহলে বড় বিপদে পড়ব।”

কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, একই জমিতে বারবার একই ফসল চাষের ফলে মাটির জীবাণু পরিবর্তন হয়, যা এ ধরনের রোগের অন্যতম কারণ হতে পারে।

রঘুনাথপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ হালদার বলেন, “আমরা নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি। একই জমিতে বারবার টমেটো চাষ না করার পরামর্শ দেওয়া হয়েছে। রোগের প্রকৃতি নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।”

immage 1000 03

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, “রোগটির প্রকৃতি এখনো নিশ্চিত নয়। নমুনা পরীক্ষার কাজ চলছে। দ্রুত রোগ শনাক্ত করে কীটনাশক ও ব্যবস্থাপনার নির্দেশনা দেওয়া হবে।”

জেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে গোপালগঞ্জে মোট ৯৯৬ হেক্টর জমিতে টমেটো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে হঠাৎ এই অজ্ঞাত রোগের প্রাদুর্ভাব চলতে থাকলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত রোগ শনাক্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য বিশেষ সহায়তা প্রদান করা প্রয়োজন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »