গোপালগঞ্জে গ্রামপুলিশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকালে এই সম্মেলন গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ভবনে অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত ডিডিএলজি মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গ্রাম পুলিশ সম্মেলনে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসাবে এবং াতিরিক্ত পুলিশ সুপার ড. মোঃ রুহুল আমিন সরকার ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম তারেক সুলতান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান বক্তব্য রাখেন।
গ্রাম পুলিশদের এ জেলা সম্মেলনে জেলায় কর্মরতঃ গ্রাম পুলিশরা অংশ নেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গ্রামপুলিশদেরকে তাদের উপর যে দ্বায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালনের নির্দেশ দিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে আপনাদের কাজের অবদান বিশ্লেষণ করলে বোঝা যায় যে,আপনারা ছিলেন আছেন থাকবেন।
তিনি আরো বলেন, প্রত্যেক গ্রাম পুলিশ সরকারের অত্যন্ত আস্থাভাজন, কর্মঠ,প্রশিক্ষিত এবং পরিশ্রমী একটি বাহিনী হিসেবে পরিচিত। এ কারণে গ্রাম পুলিশের উপরে সরকার সবসময় আস্থা রাখে। গোপালগঞ্জ জেলার ৬৭ টি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে আপনারা একটি পিলারের মত কাজ করছেন বলে তিনি মন্তব্য করেন।