গোপালগঞ্জ পৌরসভায় ৩০ লাখ টাকার সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উদ্যোক্তাদের হাতে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণের চেক হস্তান্তর করা হয়।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের হাতে ঋণের চেক তুলে দেন।
এ সময় গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা আল আমিন মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমাজসেবা কর্মকর্তা আল আমিন মোল্লা বলেন, পৌরসভার পাঁচটি মহল্লার ৫৮ টি স্কীমে ২৯ লাখ টাকার সুদ মুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। এছাড়া দুইটি স্কীমে দগ্ধ ও প্রতিবন্ধী দুই ব্যক্তিকে ১ লাখ টাকার এ ঋণ দেওয়া হয়েছে। এরমধ্যে ২৭ লাখ টাকা পুনঃ বিনিয়োগ করা হয়েছে। ৩ লাখ টাকা নতুন বিনিয়োগ হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
ওই কর্মকর্তা আরো বলেন,স্কীমে প্রতি পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সে হিসাবে মোট ৬০টি স্কীম ৩০ লাখ টাকা বিতরণ করা হয়।
