22 C
Gopālganj
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

বিএনপি ক্ষমতায় আসলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবে- সেলিমুজ্জামান

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে কাশিয়ানী-মুকসুদপুর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পরিকল্পনা করে কাজ করবো।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় মুকসুদপুরে রাঘদি ইউনিয়ন থেকে শুরু করে গোহালা বাজার, পাইকদিয়া বাজার, বনগ্রাম বাজারসহ বিভিন্নস্থানে গণসংযোগ করা সময় এসব কথা বলেন।

সেলিমুজ্জামান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের ‘অবৈধ ক্ষমতা’ পুনরুদ্ধারের একটি অংশ হিসেবে জনগণের বিরুদ্ধে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে, অথচ জনগণই প্রকৃতপক্ষে এই আওয়ামী লীগকে লকডাউন করে রেখেছে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ সরকার ক্ষমতা পুনরুদ্ধারের জন্য ‘অদ্ভুত প্রোপাগান্ডা’ ছড়াচ্ছে এবং ‘সন্ত্রাসী পন্থা’ অবলম্বন করে জনগণের ওপর চোরাগোপ্তা আক্রমণ চালাচ্ছে, যার নমুনা গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এবং নির্বাচন বিলম্বিত হওয়ায় ওৎ পেতে থাকা স্বৈরাচার উত্থানের আওয়াজ শোনা যাচ্ছে।

তিনি আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন এবং “গোপালগঞ্জ-১ আসনের সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে দেশনেত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত শক্তিশালী হবে, এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন- মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ মতবিনিময় সভায় মুকসুদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »