25.4 C
Gopālganj
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

বুধবার প্রধানমন্ত্রী গোপালগঞ্জের ৪ উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন-জেলা প্রশাসক

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা ভূমিহীন মুক্ত এলাকা ঘোষনা হতে যাচ্ছে। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী এই ৪ উপজেলাকে ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষনা করবেন বলে জেলা প্রশাসন সূ্ত্রে জানাগেছে। গতকাল সোমবার(২০ মার্চ)বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ  জেলা প্রশাসক এসব তথ্য জানান।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, মুকসুদপুর উপজেলায় “ক’ শ্রেনীভুক্ত ৫৯৩ টি, কাশিয়ানী উপজেলায় ৬৪০টি, কোটালীপাড়া উপজেলায় ৩৮৯ টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৩৪১ টি ভূমিহীন পরিবারের মধ্যে আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহনির্মাণ করে দেয়া হয়েছে। এসব উপজেলায় মার্চ মাসের ১০ তারিখ পর্যন্ত সেসব ভূমিহীন তালিকা পাওয়া গেছে তাদের সকলকেই প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ মাসের শেষ সপ্তাহে  ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে এই ৪ উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করবেন। শুধুমাত্র গোপালগঞ্জ সদর উপজেলাকে এই মূহুর্তে ভুমিহীন মুক্ত ঘোষনা করা যাচ্ছেনা। কেননা সদর উপজেলায় ১ হাজার ৯৯৪ জন ভূমিহীনকে আশ্রয়ন প্রকল্পে ঘর দেয়া হয়েছে। বরাদ্দ পাওয়া আরো ২৩০ জনকে এখনো ঘর নির্মাণ করার কাজ সম্পন্ন না হওয়ায় তাদেরকে পুর্ণবাসিত করা যায়নি। পরবর্তীতে সদর উপজেলাকে ভূমিহীন ঘোষনা করা হবে বলে জেলা প্রশাসক সভায় জানান।

জেলা প্রশাসক আরো জানান, এ প্রকল্পের মাধ্যমে প্রত্যেক ভূমিহীন পরিবারকে ২ শতক জমি ও দুই কক্ষ বিশিষ্ট একক সেমি পাকা গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহারসহ জেলার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।  

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »