গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র গাড়ির সাথে ব্যাটারীচালিত ইজিবাইকের মুথোমুখি সংঘর্ষে ঋষি মজুমদার নামে ৩মাস বয়সী এক শিশু নিহত ও ওপর ৬ জন আহত হয়েছেন। নিহত শিশু মাহেন্দ্র গাড়ির যাত্রী ছিল।সে জোয়ারিয়া গ্রামের রায়মোহন মজুমদারের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সড়কের জোয়ারিয়া নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইন চার্জ মোঃ আইয়ুব আলীঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহেন্দ্রটি কোটালীপাড়ার মাছবাড়ি থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিল এবং ইজি বাইকটি টুঙ্গীপাড়ার দিক থেকে কোটালীপাড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে দুই গাড়ির ৭ যাত্রী আহত হয়। আহতদেরকে টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরতঃ চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।আহতদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
