কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির মনোনিত প্রার্থী হয়ে ঢাকা থেকে মুকসুদপুর ফেরার পথে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
বুধবার (৫ নভেম্বর) সেলিমুজ্জামান সেলিমের আগমন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসট্যান্ড এলাকা থেকে কাশিয়ানী বাসস্ট্যান্ড পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তার দু’পাশে হাজার হাজার জনতার ঢল নেমেছিলো। সব শ্রেণিপেশার মানুষ বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত অপেক্ষার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে সক্ষম হন। কয়েক হাজার মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বরইতলা থেকে রওনা হয়ে কাশিয়ানী বাসস্ট্যান্ডে পৌঁছান সেলিমুজ্জামান।
এসময় কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে এক জনসভায় সেলিমুজ্জামান সেলিম বলেন, আমি আপনাদের সন্তান, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে গোপালগঞ্জ -১ আসনের সাধারণ মানুষের সেবা করার জন্য সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।
বিএনপির মনোনিত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর আস্থা রেখেছেন। আমি তার আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। আশা করি, আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলীয় কর্মী-সমর্থকবৃন্দ ধানের শীর্ষ’কে বিজয়ী করতে কাজ করে যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন- মুকসুদপুর উপজেলার বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু এবং কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নুরে বোরহান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান লিমন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ দুই উপজেলার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
