মোহাম্মদ আম্মার মিয়া (অসীম),
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা দিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক, দানবীর, অসহায়, বঞ্চিত ও অবহেলিত মানুষের আপনজন, তারুণ্যের প্রতীক, জনগণের আশা ভরসার একমাত্র আশ্রয়স্থল, গরীবের বন্ধু মুন্সী মো. এনামুল হক শিমুল।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী বাজার দুর্গা মন্দির কমিটির আয়োজনে নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি হিসাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আমি আগামীতে কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আপনাদের সকলের সমর্থন চাই, আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকেও আপনাদের পাশে রাখবেন। আমি আপনাদের সেবা করার সুযোগ চাই।

তিনি বলেন, এই ইউনিয়নকে একটি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো এবং সদর ইউনিয়নকে একটি শিক্ষা বান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতে ও যেন আপনাদের পাশে থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এবং এর সাথে সাথে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়ানী বাজার দুর্গা মন্দিরে সভাপতি পলাশ কুমার দত্ত, সাধারণ সম্পাদক গোকুল কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর গৌতম কুমার সাহা, আনন্দ কুমার পাল, বিশ্বজিৎ সাহা, নারায়ণ চন্দ্র সাহা প্রমূখ।