গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে ১ হাজার ৬ শত ৪০ জন প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, পেয়াজ, সূর্যমূখী, চিনা বাদাম, মুগ, মুসর ও খেসারী ডালের বীজ এবং রাসায়নিক সার বিতরন করা হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান(যুগ্ম সচিব)প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব বীজ ও সার বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ,কৃষি অফিসার দোলন চন্দ্র রায়সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সমগ্রী বিতরণ করেন।
