গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহাবুবুল আলম সেলিমকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে উপজেলার কুসুমদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবুল কালাম সামচুদ্দিন মোল্যার ছেলে ও সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ব্যাহত করার উদ্দেশ্যে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি ছড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মাহাবুবুল আলম সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সেলিমকে আদালতের মাধ্যমে আজ রবিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ রনি বলেন, মাহাবুবুল আলম সেলিম বিগত ২০১১সালে আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে এসেছেন। আগে সদস্য ছিলেন কিন্তু বর্তমানে শ্রমিক দলের কাশিয়ানী উপজেলা কমিটির আহবাক। তাকে কেন মামলায় জড়ানো হলো এটা বোদগম্য নয়। আশাকরি তিনি ন্যায় বিচার পাবেন।
উল্লেখ্য, ১৬ জুলাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করলে পুলিশ পৌঁছানোর আগেই তারা সরে যায়। পরে কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি বাদী হয়ে নাশকতা মামলা দায়ের করেন।