গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ১৮টি মামলায় মোট ৫৭হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পুলিশ লাইন বাসস্ট্যান্ড ও বেদগ্রাম বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনাকালে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার তালিকা প্রদর্শন না করা, রুট পারমিট না থাকা ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর কারণে ১৪ টি মামলায় মোট ৪০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ডে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ০১টি মামলায় ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষনিকভাবে অতিরিক্ত আদায়কৃত ৮হাজার ৮০০ টাকা যাত্রীদের ফেরৎ প্রদান করা হয়।
অন্যদিকে, কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে ফিটনেসবিহীন গাড়ি চালনা, নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী পরিবহন এবং নির্ধারিত গতিসীমার ঊর্ধ্বে গাড়ি চালানোর কারণে ৩টি মামলায় ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
