“নাটক হোক মানস বদলের অঙ্গিকার-এই শ্লোগানে গোপালগঞ্জে চলছে দুইদিন ব্যাপি নাট্যমেলা। গোপালগঞ্জ থিয়েটারের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠে এই নাট্যমেলার।চলবে আজ শনিবার রাত পর্যেন্ত।নাটক দেখে নাট্যপ্রেমিরা পেয়েছেন আনন্দ, আর সেই সাথে আগামীতে যাতে এধরনের আয়োজন তারা দেখতে পান সেই প্রত্যাশাও করেন।
জেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার প্রথম দিনে মঞ্চস্থ হয় ড্রামা সার্কেল নড়াইলের আব্দুল্লাহ আল-মামুনের লেখা ‘এখনও ক্রীতদাস’ এবং বাংলা থিয়েটার ফরিদপুরের ওয়াহিদ বিন সিরাজের লেখা ‘সাইরেন।’
‘এখনও ক্রীতদাস’ কিংবা ‘সাইরেন’ দুটো নাটকেই উঠে এসেছে সমাজে ঘটে যাওয়া নানা অসংগতি, অপরাধ, ইভটিজিং, আর মানুষের নৈতিক অবক্ষয়ের গল্প। আর শেষে মেলে একটাই বার্তা, অন্ধকার থেকে আলোয় ফেরার, নিজেকে বদলে ফেলার আহ্বান।

আজ শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা৬ টায় মঞ্চায়িত হবে গোপালগঞ্জ থিয়েটারের পরিবেশনায় ও পল্লী কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ অবলম্বনে নির্মিত নাটক-‘রুপাই সাজুর প্রেম বিরহ’ এবং সন্ধ্যা ৭টায় নৃত্য বিতান দিনাজপুরের পরিবেশনায় ও ময়মনসিংহ গীতিকার অবলম্বনে গীতি নাট্য ‘মহুয়া’।
নাটক দেখে দর্শকরা যেন ডুবে গিয়েছিলেন বাস্তবতার প্রতিচ্ছবিতে। কেউ হয়েছেন আবেগাপ্লুত, কেউ চিন্তিত সমাজের আজকের অবস্থা নিয়ে।সমাজ বদলের এই নাটক দেখে একটু হলেও যেন মানুষের বোধদয় হয়।
আর নাট্যা শিল্পীরা বলছেন, নাটক আমাদের সমাজের আয়না। এই আয়নায় মানুষ নিজের প্রতিচ্ছবি দেখতে পায়।আমরা নাট্যশিল্পীরা সমাজের অসংগতি গুলো দেখিয়ে দিতে পারি মাত্র।
আয়োজক ও গোপালগঞ্জ থিয়েটার-এর সভাপতি শেখ আব্দুস সবুর বলেন, সমাজের অন্যায়, অবিচার দূর করতে নাটক এক অন্যতম মাধ্যম। নানা সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে নাট্যচর্চা করে যেতে হয় বলে জানান তারা।
জেলা কালচারাল অফিসার ফারহান কবির সিফাত বলেন, বিনোদনের ভেতরেও যদি সমাজের সত্য প্রতিফলিত হয়, তাহলেই নাটক হয়ে ওঠে জীবনের শিক্ষক। গোপালগঞ্জের এই নাট্যমেলা যেন সেই বার্তাই পৌঁছে দেয়।
