গোপালগঞ্জে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যুব রেডক্রিসেন্ট সোসাইটির ২ বছর মেয়াদী নতুন কায্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে জুবায়ের খানকে যুব প্রধান, মো: মামুন ফকিরকে উপ যু্ব প্রধান-১ ও সালমান সরদারকে যু্ব প্রধান-২ করে ৯টি পদ বিশিষ্ট এ কমিটি করা হয়।
জেলা প্রশাসক ও গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মুহম্মদ কামরুজ্জামান; জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা ও গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান খান এবং ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
কায্যনির্বাহী কমিটির অন্যান্য সদসারা হলেন, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ পদে বিভাগীয় প্রধান রাব্বি খাঁ ও উপ-বিভাগীয় প্রধান মো: মিথুন হাসান জাকারিয়া; প্রশিক্ষণ ও সহ শিক্ষা পদে বিভাগীয় প্রধান উম্মে ফাতেমা ও উপ-বিভাগীয় প্রধান সৌভিক বিশ্বাস; আইসিটি, মিডিয়া ও যোগাযোগ পদে বিভাগীয় প্রধান ডালিয়া মোল্যা ও উপ-বিভাগীয় প্রধান সামিউল আলম; দূয্যোগ ও মানবিক সাড়া প্রদান পদে বিভাগীয় প্রধান শিউলি খানম ও উপ-বিভাগীয় প্রধান অরন্য পান্ডে; স্বাস্থ্য সেবা পদে বিভাগীয় প্রধান ফাইম শেখ ও উপ-বিভাগীয় প্রধান সুমাইয়া এবং তহবিল সংগ্রহ পদে বিভাগীয় প্রধান নিতু মনি ও উপ-বিভাগীয় প্রধান নাহিদ ফকির রয়েছেন। এই কমিটি ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ অক্টোবর পযর্ন্ত ২ বছর কায্যক্রম পরিচালনা করবে।
