আজ রোববার(১২ নভেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা বা কালিপূজা। আর এ পূজা করতে ৩২ হাত (৪৮ ফুট) উচ্চতার বিশালাকৃতির শ্যামা দেবীর প্রতিমা তৈরি হয়েছে গোপালগঞ্জে। বিশাল উচ্চতার এ প্রতিমা তৈরি করতে ১৫জন প্রতিমা শিল্পীর সময় লেগেছে ১৮দিন। আর বিশালাকৃতির এ প্রতিমা তৈরি করতে খরচ হয়েছে ১০ লাখ টাকার বেশী।

হিন্দুশাস্ত্রে আদ্যাশক্তির দেবী হচ্ছেন শ্যামা বা কালী। প্রতিবছর পুণ্য লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা মহা ধুমধামে এ পূঁজার আয়োজন করে থাকেন। তবে এ বছর একটু ব্যতিক্রম এ পূজার আয়োজন করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী উত্তরপাড়া যুবসংঘের সদস্যরা। বোড়াশী উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশের প্রথম ৩২ হাত (৪৮ ফুট) উচ্চতার বিশালাকৃতির শ্যামা দেবীর প্রতিমা স্থাপিত হয়েছে এমন দাবী আয়োজকদের। ১৫ জন প্রতিমা শিল্পী দিনরাত পরিশ্রম করে দুর্গাপূজার দশমী থেকে খড়, চট, মাটি, বাঁশ-কাঠ, তুশ, শোলা দিয়ে তৈরি করছেন এ প্রতিমা। আজ সন্ধ্যার মধ্যে অর্থাৎ শ্যামা পূঁজার আগেই রং তুলির আচড়ে প্রতিমার সব কাজ শেষ করবেন প্রতিমা শিল্পীরা।

এ পূজা জাঁকজমক ভাবে করতে প্যান্ডেল, লাইটিংসহ বর্ণিল রূপে সাজানোর সকল প্রকারের প্রস্তুতিও শেষ হয়েছে। ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের পাশাপাশি নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। এ পূজা উপলক্ষে ১০দিন ব্যাপী গ্রাম্যমেলারও আয়োজন করা হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, এর আগে আমি কনো এতোবড় কালি প্রতিমা দেখি নাই। তাছাড়া দেশের কোথাও এতো বড় প্রতিমা করে পূজা অর্চনা করা হয়েছে বলে শুনি নাই। ইতোমধ্যে বিষয়টি বিভিন্ন এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে। এখানে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে তিনি জানান।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ পূঁজা অনুষ্ঠিত হবে এবং এখানে লাখো ভক্ত অনুরাগী ও দর্শনার্থী সমাগম ঘটবে এমনটি দাবী আয়োজক কমিটির সভাপতি তাপস চক্রবর্তীর।