গোপালগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায় বিভাগ গোপালগঞ্জ এ দিবসটি পালন করে।
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এ প্রতিপাদ্যে আজ শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি সূচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্ত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রূলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, জেলা সমবায় কর্মকর্তা জিবন্নেছা খানম বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সফল সমবায় সংগঠনগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গঠনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এ লক্ষ্যেই সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে।
