তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, গোপালগঞ্জ এর আয়োজনে গত সোমবার(০৫ জানুয়ারি) আন্ত:উপজেলা কাবাডি টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নবী নেওয়াজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা।
পাঁচটি উপজেলা দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
একই স্থানে বিকাল চার ঘটিকায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নবী নেওয়াজ।
টুর্নামেন্টে কাশিয়ানী উপজেলা চ্যাম্পিয়ন এবং গোপালগঞ্জ সদর উপজেলা রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এ সময় বিভিন্ন ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।
